• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টাকা দিলে মাদক ব্যবসা করতে দিতে চাওয়া ওসি বরখাস্ত

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৮:১৫

টাকা দিলে মাদক ব্যবসা করতে দিতে চাওয়া ওসি বরখাস্ত

স্টাফ রিপোর্টার: পাঁচ লাখ টাকা দিলে মাদক ব্যবসা করতে দিতে চাওয়া পুলিশ পরিদর্শক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকার সময় সম্প্রতি এক নারীকে এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। এ নিয়ে জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই নারী। দিয়েছিলেন অডিও রেকর্ডও।

গত ১৯ অক্টোবর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। একই প্রজ্ঞাপনে তাকে পুলিশের খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বরখাস্তের সময় তিনি শুধু খোরাকি ভাতা পাবেন।

আরও পড়ুনঃ  গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন বিভাগীয় মামলা হবে। তারপর সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে ঊর্দ্ধতন কর্তৃপক্ষ।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামের ওই নারী। তিনি ওসির কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডও দেন এসপিকে। তিনি ওসির শাস্তি দাবি করেন অভিযোগপত্রে।

ওই অডিও রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ওসি বলেন, ‘নির্বাচন করতে মন্ত্রী আমাকে এনেছেন, অন্য কারো কথা শুনি না’: এখন যা বলছেন সেই ওসি ‘নির্বাচন করতে মন্ত্রী আমাকে এনেছেন, অন্য কারও কথা শুনি না’: এখন যা বলছেন সেই ওসি। মন্ত্রী বলতে ওসি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি শাহরিয়ার আলমের কথা বোঝান। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করেন।

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

এদিকে এই অভিযোগ পাওয়ার পর সেদিন রাতেই ওসি মাহবুবুলকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। রাজশাহীর এসপি বিষয়টির তদন্তে একটি কমিটিও করে দেন। সেই কমিটি তদন্ত করে এসপির কাছে প্রতিবেদন দেন। এতে ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে উঠে আসে। এসপি ওই প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে পাঠান। এই প্রতিবেদনের ভিত্তিতে ওসিকে সাময়িক বরখাস্ত করা হলো।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675