• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিশ্বকাপ নিয়ে হতাশ ভক্তদের পরামর্শ দিলেন সাকিব

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৯:৪০

বিশ্বকাপ নিয়ে হতাশ ভক্তদের পরামর্শ দিলেন সাকিব

অনলাইন ডেস্ক: চলমান ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে টাইগাররা। আগামীকাল পঞ্চম ম্যাচে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
তিন ম্যাচ হারায় বাংলাদেশি ভক্তদের অনেকেই মনে করছেন সাকিবদের বিশ্বকাপ সম্ভাবনা এখানেই শেষ। তবে অধিনায়ক সাকিব এখনই হতাশ হচ্ছেন না। আজ মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ওপর দর্শকদের ভরসা রাখতে বললেন সাকিব।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

তিনি বলেন, ‘এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার)। আমি যেটা বললাম যে, আমরা না পারলে অন্যরা আমাদের সাহায্য করছে। এরকম যদি হতে থাকে আর আমরা যদি নিজেদের একটু সাহায্য করতে পারি। কাগজে-কলমে যদি আপনি দেখেন, এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাকিব আরো বলেন, ‘আমার মনে হয় এটা রোমাঞ্চকর। আমি শুধু নিজেরটা বলতে পারি, অন্যদের কী মনে হয় বলা কঠিন। আমি নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছি, আমার একই রকম আগ্রহ, লক্ষ্য আছে। বাংলাদেশের সঙ্গে খেলা ও পারফর্ম করার জন্য একই রকম লড়াই আছে নিজের ভেতর। এখন অবধি উপভোগ করছি। আশা করছি বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে পারবো।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675