ঢাকা সকাল ১১:২৩। সোমবার ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা তরুণদের ভালো মানুষ হওয়ার সহায়ক: ফরিদপুরের ডিসি

Asha Mony
অক্টোবর ২৩, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‌এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সোমবার (২৩ অক্টোবর) উভয় বিভাগের ফাইনাল খেলার আয়োজন করে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে। এতে বঙ্গবন্ধু ইভেন্টে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক ‌ইয়াসিন কবিরের সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। খেলা শেষে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের সুস্থ শরীর গঠনে ভূমিকা রাখে। এছাড়াও অপসংস্কৃতির এই যুগে তরুণ তরুণীদের ভালো মানুষ হওয়ার সহায়ক ভূমিকা পালন করে। এজন্য আমাদের সন্তানদের সুশিক্ষার পাশাপাশি সুস্থ সবল মানুষ হওয়ার জন্য খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। তবেই একটি সন্তান আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০