অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সিনেমা, ব্যক্তিগত জীবন কিংবা প্রতি বছর নিজের জাঁকালো জন্মদিন পালনসহ নানা কারণে সবসময় সংবাদের শিরোনামে থাকেন তিনি। প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করে সবাইকে নিয়ে পালন করে থাকেন তিনি। গতবারও হয়েছিল এমন আয়োজন। কিন্তু এবার আর জমকালো আয়োজনে জন্মদিন পালন করবেন না এ নয়িকা।
আজ (২৪ অক্টোবর) জন্মদিন আলোচিত এ অভিনেত্রীর। তবে বর্তমানে পরীমনির নানা বেশ অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। যে কারণে এ বছর আর হচ্ছে না পরীমনির জন্মদিন পালন করা।
পরীমনি বলেন, ‘আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো। পরীমনি এখন ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমা নিয়ে। বর্তমানে ইস্কাটনের একটি বাড়িতে এর শুটিং চলছে।’
তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিনের অনুষ্ঠানটা উদযাপন করতে চান পরীমনি। গত মাসের মাঝামাঝি সময়ে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরে এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। সিনেমাটির শুটিংয়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে যান পরীমনি। এরপর ২১ অক্টোবর সুস্থ হয়ে শুটিংয়ে যোগ দেন তিনি। ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।