ঢাকাTuesday , 24 October 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি: পরীমনি

Asha Mony
October 24, 2023 9:41 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী পরীমনি। সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক।
রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে চলছে সিনেমার দ্বিতীয় লটের শুটিং। সেখানেই রোববার সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে নিজের চলমান ব্যস্ততা, আগামী কাজ ও সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

পরী বলেন, সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন আমি। আগে ১০টা কাজের মধ্যে আমি ৯টা কাজই না ভেবে করে ফেলেছি। কেউ হয়তো বলল, ‘মা, একটু কাজটা করে দাও’; এ রকম বহু কাজ করা হয়েছে। প্রফেশনের বাইরে গিয়ে ব্যক্তিগত খাতিরে কাজগুলো করে দিয়েছি; কিন্তু আমি এখন খুব ‘না’ বলা শিখেছি। এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি।

গল্পনির্ভর বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন অভিনেত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন, এই যে নতুন কাজগুলো করছি এগুলো কিন্তু আমি একদিনে সিদ্ধান্ত নেইনি। বিগত দুই বছর ধরেই এই কাজের কথাগুলো হচ্ছিল। একটা লম্বা প্রসেসের মধ্য দিয়েই গিয়েছে, একদিনের সিদ্ধান্তে সিনেমাগুলো হাতে নেইনি। ‘ডোডোর গল্প’ ছবিতে প্রায় ৬ মাস আগে থেকেই যুক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছি।

কিছুদিন আগেই শোনা যায় তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরীমনি। যেখানে তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকেও। এই প্রথম জনপ্রিয় দুই নায়িকাকে একত্রে পর্দায় দেখা যাবে।

এ বিষয়ে পরী বললেন, ‘খেলা হবে’ সিনেমার জন্য আমি এখনো রেডি না। তবে অনেক আগে থেকেই তো মাল্টি কাস্টিং হয়, অনেক বড় বড় তারকারা একসঙ্গে কাজ করে এসেছে, স্ক্রিন শেয়ার করেছেন। এটা নতুন কিছু না।

মাঝখানে হয়ত গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপ কেন হয়েছে আমি জানি না। হয়তো ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সবার মধ্যে যোগাযোগটা অনেক ভালো।

সেক্ষেত্রে বলব, কোনো আর্টিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। যদি কেউ যেচে এসে দ্বন্দ্ব না করে। হাসতে হাসতে পরীমনি বলেন, ‘এই তোমরা দুষ্টু প্রশ্ন করো কেন?’

‘ডোডোর গল্প’ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।