• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চোখের জলে দেবী দূর্গাকে বিদায়

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ১০:০৪

চোখের জলে দেবী দূর্গাকে বিদায়

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে রাজশাহীর মণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন নারীরা। সিঁদুর খেলা শেষেই শুরু হয় দেবী দূর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতি। দুপুরের পর থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে প্রতীমা বিসর্জন শুরু হয়।

পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন মঙ্গলবার নগরীর বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, ঢাকের তালে তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বিবাহিত নারীরা। একজন অপরজনের সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছিলেন তারা। অনেকে একজন আরেকজনের গালেও লাগিয়ে দিচ্ছিলেন সিঁদুরের রঙ। স্বামীর মঙ্গল কামনায় দেবীর পা ছোঁয়ানো এ সিঁদুর নিয়ে খেলায় মেতে ওঠেন তারা।

আরও পড়ুনঃ  রুয়েটে শিক্ষকসহ তিনজন বরখাস্ত, প্রকৌশলীকে অব্যাহতি

এর আগে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা। দশমী পূজার পর সিঁদুর খেলা শুরু হয়। দুপুরের পর দেবী দূর্গাকে এক বছরের জন্য বিদায় দিতে গিয়ে বিষাদে ভরে ওঠে সবার মন। নগরীর মন্নুজান স্কুল সংলগ্ন পদ্মা নদীর পড়ে গিয়ে চোখের জলে দেবী দূর্গাকে বিদায় জানাতে দেখা গেছে। এ জন্য সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

আরও পড়ুনঃ  আ.লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

রাজশাহী নগরীর ভদ্রা আবাসিক পূজা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডা. বি কে দাম বলেন, ‘এবারের পূজোয় প্রার্থনা করেছি দেশ ও জাতির কল্যাণের। মানুষ যেন সুখে ও শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনা করেছি। মানুষের মঙ্গল নিয়ে দেবী আবার আসবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব।’

আরও পড়ুনঃ  ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব : রিজভী

রাজশাহর নয় উপজেলা এবং মহানগর মিলে এবার প্রায় ৪৫০ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। উৎসব চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়েই উদযাপিত হলো হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675