• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এক ম্যাচে দুই জার্সি, মোহনবাগান-কিংস ম্যাচে বিচিত্র ঘটনা!

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৩:২১

এক ম্যাচে দুই জার্সি, মোহনবাগান-কিংস ম্যাচে বিচিত্র ঘটনা!

অনলাইন ডেস্ক: মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ভোগান্তির শিকার বসুন্ধরা কিংস। গতকাল (মঙ্গলবার) ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচেও ছিল বিড়ম্বনার রেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কিংসকে দুই অর্ধে দুই জার্সি পরে খেলতে হয়েছে।

ভারতের ভুবনেশ্বরে হোম ম্যাচ ছিল মোহনবাগানের। স্বাভাবিকভাবেই বসুন্ধরা কিংস অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামে। বসুন্ধরা কিংসের অ্যাওয়ে কালোর সঙ্গে মোহনবাগানের হোম জার্সি অনেকটা মিলে যায়। রাতে ফ্লাডলাইটের আলোয় রেফারির দুই দলের খেলোয়াড় শনাক্ত করতে খানিকটা বেগ পেতে হয়েছে। এজন্য মধ্য বিরতিতে ম্যাচ কমিশনার বসুন্ধরা কিংসকে জার্সি পরিবর্তনের নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ  রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

ম্যানেজার্স মিটিংয়ে ম্যাচ কমিশনার এবং ম্যাচ শুরুর আগে রেফারি দুই দলের জার্সি পর্যবেক্ষণ করে। ড্রেসিংরুমে সমস্যা না হলেও ফ্লাডলাইটের আলোয় বিপত্তিতে পড়েন রেফারি। প্রথমার্ধ পার করে দ্বিতীয়ার্ধে জার্সি বদল করানোর সিদ্ধান্ত নেয় ম্যাচ কমিশনার। মোহনাবাগান স্বাগতিক হওয়ায় তাদের হোম জার্সি পরিবর্তনের প্রয়োজন হয়নি।

ফলে বসুন্ধরা কিংসকে ভিন্ন জার্সি পড়ে দ্বিতীয়ার্ধে খেলতে হয়েছে। বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক কলকাতা থেকে জানান,‘ফ্লাডলাইটের কারণে জার্সিতে সমস্যা হয়েছিল, তাই আমরা দ্বিতীয়ার্ধে হোম জার্সি পরে খেলেছি।’
বাংলাদেশের অন্যতম পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস। মাঠের বাইরেও তারা যথেষ্ট গোছালো। অ্যাওয়ে ম্যাচ হলেও সাবধানতাবশত তাদের লাল হোম জার্সিও সঙ্গে নিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বসুন্ধরা কিংস নিজেদের হোম জার্সি পরে দ্বিতীয়ার্ধে খেলে। কিংস হোম জার্সি না নিয়ে গেলে ম্যাচ পরিচালনায় ম্যাচ কমিশনারকে ভিন্ন কিছু করতে হতো।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুই অর্ধে দুই জার্সির পড়ার ঘটনা সাম্প্রতিক সময়ে নেই। আন্তর্জাতিক ফুটবলেও সচরাচর চোখে পড়ে না। তবে দুই অর্ধে দুই জার্সি পরিধান বিধিসম্মতই মনে করেন এএফসি’র অবসরপ্রাপ্ত ম্যাচ কমিশনার আনোয়ারুল হক হেলাল, ‘সাধারণত এমন ঘটনা ঘটে না। বিশেষ ক্ষেত্রে রেফারি দুই দলের খেলোয়াড়দের শনাক্ত করতে সমস্যা হলে জার্সি পরিবর্তন করার বিধান রয়েছে। রেফারির পরামর্শে ম্যাচ কমিশনার এটির তদারকি করেন।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

বসুন্ধরা কিংস-মোহনবাগান ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গতকাল রাতে ম্যাচ খেলে আজ সকালেই ঢাকা উদ্দেশে রওনা হয়েছে কিংস। মোহনবাগান ও বসুন্ধরা একই ফ্লাইটে কলকাতায় এসেছে। প্রায় পাঁচ ঘন্টা কলকাতায় ট্রানজিট কাটিয়ে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটির।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675