• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৩:২৭

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। এরইমধ্যে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও নারী দলও পিছিয়ে রয়েছে পরিসংখ্যানের হিসাবে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এটি প্রথমটি।

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

পরিসংখ্যান অনুযায়ী ম্যাচটিতে বেশ পিছিয়ে থাকবে টাইগ্রিসরা। তবে ঘরের মাটিতে বাংলাদেশেরও সুযোগ কম থাকবে না। যদিও এই দুই দলের সবশেষ ম্যাচটি জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। সে হিসাবে এগিয়ে আছে তারা। তবে তার আগের চার ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
পাকিস্তান-বাংলাদেশ এই সিরিজে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এরপরে ৪, ৭ ও ১০ নভেম্বরে মিরপুরে হবে তিনটি ওয়ানডে ম্যাচ।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

এর আগে দুই তারকা সালমা খাতুন ও জাহানারা আলমকে ছাড়াই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। জাতীয় দলের জার্সিতে লম্বা সময় ধরেই দলের বাইরে থাকছেন জাহানারা। চলতি বছরের মে মাসে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি। আর ফর্ম খারাপ থাকায় বাইরে রাখা হয়েছে সালমাকে।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা ও সাথী রানি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675