• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাহমুদউল্লাহকে নিয়ে যে উদাহরণ টানলেন কোচ ফাহিম

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৮:৩১

মাহমুদউল্লাহকে নিয়ে যে উদাহরণ টানলেন কোচ ফাহিম

অনলাইন ডেস্ক: বাংলাদেশ দলের হয়ে ভারত বিশ্বকাপ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, এটা ছিল অবিশ্বাসযোগ্যই। বিশ্বকাপের আগে শেষ কয়েক সিরিজ ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। এমনকি সুযোগ পাননি এশিয়া কাপ দলেও। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে পা রাখেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

এরপর সেখানে রান করেই মাহমুদউল্লাহ ডাক পান বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। প্রথম দুই ম্যাচে দলের হয়ে ব্যাট হাতে সুযোগ না পেলেও সবশেষ তিন ম্যাচে করেছেন রান। গতকাল (সোমবার) তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিই করে ফেললেন মাহমুদউল্লাহ।

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

আর সেঞ্চুরির পর অনেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসাচ্ছেন মাহমুদউল্লাহকে। বাদ নেই দেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমও। নিজের ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
সেখানে লেখাটা ছিল এমন, ‘যখন আপনি আপনার চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।’

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

পাশেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের ছবি। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ যে তার মন্তব্য রিয়াদকে নিয়েই করেছেন, তা বুঝতে অসুবিধা হয় না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675