সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘বিদায় সংবর্ধনা’ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২৩-২৪ এ নির্বাচিত প্রতিনিধিদের ‘অভিষেক অনুষ্ঠান’ হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) প্রশাসনিক ভবনের নীচ তলায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনন, সচিব মো. হুমায়ূন কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এসএম গোলাম আজম।
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান, নির্বাচন কমিশনার ও সহকারী বিদ্যালয় পরিদর্শক একেএম শামসুল আনোয়ার। নবনির্বাচিত প্রতিনিধিরা হলেন মোহা. হুমায়ন কবীর সভাপতি, আজাদ আলী সহ-সভাপতি, মাহাবুব আলী সাধারণ সম্পাদক, রাশেদ আক্তার সহ-সাধারণ সম্পাদক, কোরবান আলী, আজমুল হোসেন ক্রীড়া ও দপ্তর সম্পাদক, আলী আজম বেপারী কার্যনির্বাহী সদস্য।
বক্তব্য দেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী।