• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

র‍্যাংকিংয়ে সাকিবের অধপতন

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৩৪

র‍্যাংকিংয়ে সাকিবের অধপতন

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের গত আসরে স্বপ্নের মতো খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬ ম্যাচে দুই ফিফটিতে ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ৮ উইকেট। তবে চলতি আসরে ব্যাটে বলে ফ্লপ বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এবারের আসরে চার ম্যাচে ব্যাট হাতে (১৪, ১, ৪০ ও ১) সবমিলে ৫৬ রান করেছেন সাকিব। আর বল হাতে সাকিব শিকার করেছেন মাত্র ৬ উইকেট।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

তার এমন বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়েছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ এরপর টানা চার ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

বিশ্বকাপে বাজে পারলম্যান্সের কারণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে সাকিব আল হাসানের। তার মতো সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও দুই ধাপ পিছিয়েছেন।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সাকিব আছেন ৪৪ নম্বর পজিশনে। মুশফিকুর রহিম আছেন ২৪ নম্বর অবস্থানে। বিশ্বকাপে না থাকলেও একধাপ পিছিয়েছেন তামিম ইকবাল। একধাপ পিছিয়েছেন নাজমুল হাসান শান্ত ও লিটন দাসও।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পিছিয়েছেন সাকিব। একধাপ নেমে গিয়ে আছেন ২১ নম্বরে। পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে ৩২ নম্বর অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ পিছিয়েছেন তাসকিন আহমেদও। তবে তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বর অবস্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675