সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার সকাল ১১টায় রাজশাহী সীমান্ত অবকাশ রেস্টুরেন্টে বার্ষিক পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের রাকাবের সাবেক জি.এম মো: ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন এ.জি.এম মোরশেদ মনজুর হাসান চুন্না।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, সিনিয়র সাংবাদিক শফি উদ্দিন আহমেদ, বি.বিরযুগ্ন পরিচালক এনামুল হক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডেও মহাপরিচালক আ. হাকিম, অধ্যাপক মো:শরিফুজ্জামান, প্রকৌশলী আবুল বাশার। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন জি.এম মো:এনামুল হক।