স্টাফ রিপোর্টার: নাগরিক স্বাস্থ্যসেবার কার্যক্রম আরো জোরদার করতে মনিটরিং বাড়ানোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, প্রাথমিক স্বাস্থ্য সেবায় নগরীতে ১২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে সকল শ্রেণিপেশার মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। রাসিকের স্বাস্থ্যবিভাগ কেন্দ্রগুলো মনিটরিং করে থাকে। নাগরিক স্বাস্থ্যসেবার কার্যক্রম আরো জোরদার করতে এই মনিটরিং আরও বাড়াতে হবে।
বুধবার রাসিকের জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। দুপুরে নগর ভবনের সিটি হলসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, ইপিআই কার্যক্রমে ১১বার দেশ সেরা রাসিক। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দুইবার দেশসেরা। রাসিকের স্বাস্থ্য বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়েছে। এটি ধরে রাখতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদার করতে ভারত সরকারের কাছে প্রাপ্ত এ্যাম্বুলেন্স চালু করা হবে। সিটি করপোরেশনের উদ্যোগে লাশবাহী গাড়ী ব্যবস্থা করা হবে। নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশুজবেহ এর জন্য আধুনিক কসাইখানা চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
রাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।