• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এমন অবস্থায় কখনও খেলেননি রুট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১:১৩

এমন অবস্থায় কখনও খেলেননি রুট

অনলাইন ডেস্ক: ভারতের মাটিতে বিশ্বকাপটা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। তার আগে বুধবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন রুট। ভারতের বায়ুদূষণ দলের সকলের সমস্যা করছে বলে জানিয়েছেন রুট। রুটের শ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।
অক্টোবরের শেষে এসেও ভারতে প্রচণ্ড গরম চলছে। মূলত মুম্বাই, চেন্নাই এবং দিল্লিতে গরমের পাশপাশি বায়ুদূষণের কারণে খেলোয়াড়রা খুব দ্রুতই হাঁপিয়ে যাচ্ছে। মুম্বাইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ক্লাসেন শতক হাঁকিয়েছেন। এরপর তিনি আর ফিল্ডিং করতে নামেননি। আর সাম্প্রতিক একটি ছবিতে দেখা গেছে ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস ইনহেলার নিচ্ছেন। এমন পরিস্থিতিতে রুট কখনও আগে খেলেননি, যা সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

এমন আবহাওয়ার কারণে তার দলের খেলোয়াড়রা অস্বস্তিতে পড়েছেন বলে জানিয়েছেন রুট। তবে রুট এটাও স্বীকার করেছেন, ভারতে যেহেতু খেলা, তাই এটা মেনেই খেলতে হবে তাদের। রুট বলেন, ‘গত ম্যাচে ক্লাসেনকে দেখুন। ওর ইনিংসটা তার ভেতর থেকে সবকিছু নিংড়ে নিয়ে গিয়েছে। সে ফিল্ডিংয়ের সময় মাঠেই নামতে পারেনি। তবে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই। যে মাঠে নামার সময়ই আপনার জার্সি ঘামে ভিজে যাবে, মাঠে আপনার নিশ্বাস নিতে সমস্যা হবে। অথচ আপনার ফিটনেসে কিন্তু সমস্যা নেই। সুতরাং এটা মেনে নিয়েই খেলতে হবে।’

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। আর বেঙ্গালুরুর মাঠটি ছোট, উইকেট ব্যাটিং–সহায়ক। ইংল্যান্ডকে সেসব আশা জোগানোরই কথা। কিন্তু প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা বিশ্বকাপে মোটেও স্বস্তিকর নয় ইংলিশদের জন্য। সর্বশেষ চার আসরেই শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675