• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শাকিবের প্রশংসায় যা বললেন বলিউড নায়িকা সোনাল চৌহান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ২:০১

শাকিবের প্রশংসায় যা বললেন বলিউড নায়িকা সোনাল চৌহান

অনলাইন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব ও বালিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। শিরোনাম ‘দরদ’। সাম্প্রতিক সময়ে এ সিনেমা নিয়ে নানা গুঞ্জনই চাউর হয়েছিল। প্রথমবারের মতো সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব খান।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও।

সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা, গত মঙ্গলবার মুম্বাই পৌঁছার পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

বিষয়টি জানিয়ে শাকিব বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে গতকাল (মঙ্গলবার) থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট বেড। ভেরি গুড।’ (মন্দ না। খুবই ভালো।)
বাংলাদেশি সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে সোনাল চৌহান বলেন, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যতদূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’
https://www.facebook.com/watch/?ref=embed_video&v=1003404930958948
যোগ করে আরও বলেন, ‘সিনেমার কোনো ভাষা নেই। একটি ভালো গল্প যে কোনো ভাষার সিনেমাই হতে পারে। ’আগামীকাল ২৭ অক্টোবর থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক— এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675