স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হোজাগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রামের আজিমুদ্দিনের পুত্র ছাত্রদল নেতা বুলেট। এদিন দুপুরে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত বুলেট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্র বিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা ও জননিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করে আসছিলো বলে গোপন সূত্রে জানা গেছে। এতে আইনশ্ঙ্খৃলা পরিস্থিতি অবনতি হওয়ার আশষ্কা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহব্বায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ রয়েছে। বিএনপির নেতাকর্মী ঢাকায় যেন না যেতে পারে এ কারণে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি রাতে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশের ন্যাক্কারজনক অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি।