স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে চার দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আগামী শনিবার । সকাল নয়’টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর টুর্নামেন্টটিরউদ্বোধন করবেন।
চার দিনব্যাপী টুর্নামেন্টে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা থেকে একটি করে বালক-বালিকা দল এবং সিটি করপোরেশনের দুটি বালক-বালিকা দলসহ মোট ১৮টি দল প্রতিযোগিতা করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর খেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাঠে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্ব-১৭ এর খেলা সরকারি শারীরিক শিক্ষা মাঠে অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।