স্টাফ রিপোর্টার, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের দশজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় বিএনপি নেতা ও আটক ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার গণিপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা, জামায়াতের হামিরকুৎসা ইউনিয়নের দায়িত্বশীল আব্দুর রশিদ, তারঘরিয়ার মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, চাপাকুড়ি গ্রামের জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলাম, হেলাল উদ্দিনসহ সর্বমোট ১০ জন।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, ঢাকায় ২৮ অক্টোবর বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে আটক করছে। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধের কথা জানাননি। মামলা ও অপরাধের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।