• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাবর আজমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১১:০৭

বাবর আজমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের দারুণ খারাপ সময়ে আছে অন্যতম ফেবারিট পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষ তিনের একটি হয়ে বিশ্বকাপে খেলতে আসলেও নিজেদের মেলে ধরতে পারছে না বাবর আজমরা। দলের সবশেষ ম্যাচটিতে আফগানিস্তানের কাছে হারের পর পাকিস্তানের উপর এখন বিরাট চাপ।

এমন পরিস্থিতিতে বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার উমর গুল। তিনি বলেছেন, বাবর দলে অন্য কারও পরামর্শ পছন্দ করেন না। দলে একাধিক জ্যেষ্ঠ খেলোয়াড় থাকার পরও কারও সঙ্গে বোন বিষয় নিয়ে আলোচনায় অনীহা আছে বাবরের।

পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার পর তাদের দলের ভেতরের নানান বিষয় নিয়ে কাটাছেঁড়া চলছে। দলের স্ট্র্র্যাটেজি, স্বজনপোষণ একাধিক বিষয় সামনে আসছে। দলে তরুণ প্লেয়ারের সংখ্যা বাড়ালেও জুনিয়র ও সিনিয়র প্লেয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেনি পাকিস্তান দল। যার ফল দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

কিছু দিন আগেই পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার জানিয়েছেন, পাকিস্তান দল আর পাঁচটা দলের মত এক হয়ে খেলে না। প্রতি প্লেয়ার নিজের মত করে খেলেন। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তান দলের মধ্যে যে বড় ফাটল আছে, সেটা সামনে আনলেন উমর গুল।

পাকিস্তানের মোটামুটি সংগ্রহের জবাব দিতে নামা আফগানিস্তানের ব্যাটসম্যানদের যখন থামানো যাচ্ছিলো না তখন দারুণ বিচলিত অবস্থায় দেয়া যায় বাবর আজমকে। সেই সময় কাকে বল দিলে সাফল্য আসবে বা কোথায় ফিল্ডিং সেট করতে হবে সেই সিদ্ধান্ত নিতে বাবর আজমকে বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

সাধারণত দেখা যায়, বাকি দলের ক্ষেত্রে অধিনায়ক সিদ্ধান্ত নিতে না পারলে দলের সিনিয়র প্লেয়াররা এগিয়ে আসেন। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়নি। আর সেই বিষয়টি সামনে আনলেন গুল। তিনি জানান, বাবর এই পরিস্থিতিতে পড়েছে নিজের দোষে। বাবর নিজে চান না অন্য প্লেয়াররা তার কাজে হস্তক্ষেপ করুক।
গুল বলেন, আমি পাকিস্তান দলের সঙ্গে এক সিরিজে ছিলাম। সেসময় দেখেছিলাম ম্যাচের মধ্যে বোলারকে পরামর্শ দিচ্ছেন মহম্মদ রিজওয়ান ও শাদাব খান। তখন বাবর আজম গিয়ে দুই সিনিয়র প্লেয়ারকে বকাঝকা করেন। তিনি থাকতে কেন অন্যরা দলকে পরামর্শ দিচ্ছে সেটা জানতে চান বাবর।
এদিকে পাকিস্তানে গুজব, দলের ব্যর্থতার পর বাবর আজমকে সরিয়ে দেয়ার জোর দাবি উঠেছে। বাবরকে সরিয়ে দেয়া হতে পারে বলে খবর রটেছে। তার জায়গায় সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান বা শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হতে পারে। আরও শোনা যাচ্ছে, ওপেনার ইনামুলকে বাদ দেয়া হতে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675