• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বাবরের ভবিষ্যৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১১:১২

বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বাবরের ভবিষ্যৎ

অনলাইন ডেস্ক: টানা তিন হারে ভারত বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় সাবেক ক্রিকেটাররা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক বারব আজমকে। তবে এখনই আস্থা হারাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপে বাকি থাকা ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আপাতত দল ও বাবরকে সমর্থন জানানোর আহ্বান পিসিবির।

নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্ব আসর শুরু করেছিল পাকিস্তান। তবে পরের তিন ম্যাচে টানা হেরে সেমিফাইনালের লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় চটেছে সমর্থক ও সাবেক ক্রিকেটাররা। দলের নির্বাচন প্রক্রিয়া ও বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
পিসিবি জানিয়েছে, দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল বাবর ও ইনজামামকে। তবে এখনই তাদের ওপর আস্থা হারাচ্ছে না বোর্ড। পরের ম্যাচগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে পিসিবি।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

বিবৃতিতে পিসিবি বলে, ‘অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে সিদ্ধান্ত নেয়া হবে।’
পাঁচ ম্যাচে দুই জয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে পাকিস্তান। হাতে আছে এখনো চার ম্যাচ। তাই এখনই সেমিফাইনালের আশা ছাড়ছে না পিসিবি। পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা আশাবাদী, বাবর আজমের নেতৃত্বাধীন দলটি বিপত্তি কাটিয়ে পুনরায় সংগঠিত হবে এবং আসন্ন ম্যাচগুলিতে ইতিবাচক এবং কার্যকরী পারফর্ম করবে। তাই ক্রিকেট মহল ও সমর্থকদের এ মুহূর্তে বাবর আজম ও তার দলকে সমর্থনের আহ্বান জানিয়েছে পিসিবি।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপে টানা তিন হারের পর দর্শকদের আবেগ ও ভালোবাসা পিসিবি অনুধাবন করতে পেরেছে। সাফল্য এবং পরাজয় খেলার অংশ। তবে এই কঠিন পরিস্থিতিতে বোর্ড আশা করছে, ক্রিকেট মহল ও সমর্থকরা অধিনায়ক বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করবে। এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। দল এ ম্যাচগুলোর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়ে ইতিবাচক পারফর্ম করবে বলে পিসিবি আশাবাদী।’
শুক্রবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ, ৪ নভেম্বর নিউজিল্যান্ড ও ১১ নভেম্বর ইংল্যান্ডের মোকাবিলা করবে বাবর আজমের দল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675