• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তানকে ফের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৮:৫৯

পাকিস্তানকে ফের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও এলো সহজ জয়। টানা দুই জয়ে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবার পাকিস্তানকে সিরিজ হারানোর স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ২০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে ১২১ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। জবাবে ৭ উইকেটে ১০০ রান তুলতেই থামে সফরকারীদের ইনিংস।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ঘরে তুললো স্বাগতিকরা।

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়। ৩৪ রানের এই জুটি ভাঙে শামীমা সুলতানা ১৮ রানে আউট হলে। আরেক ওপেনার মুর্শিদা খাতুন বিদায় নেন ২০ রান করে।

এরপর সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানাও ইনিংস বড় করতে পারেননি। সোবহানা ১৬ ও নিগার ১০ রানে আউট হলে ৭১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্রার ও রিতু মনি যোগ করেন ৩৮ রান। রিতু ১৯ রানে আউট হলেও স্বর্ণা ২৭ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায়নি পাকিস্তান। ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। একপ্রান্ত ধরে রাখা বিসমাহ মারুফও আউট হয়ে যান দলীয় ৬১ রানে। ৪৪ বলে ৩০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। তার বিদায়ের পর পাকিস্তানের রানের চাকা কার্যত থমকে যায়। শেষদিকে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল ইরাম জাভেদ (১৫) ও উম্মে হানি (১৪*).

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন ২টি করে এবং মারুফা আক্তার ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট তুলে নেন।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

এর আগে গত ২৫ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675