অনলাইন ডেস্ক: ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারালো বাংলাদেশ। উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছুই নেই। তবুও দুই ওপেনার নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন। তাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে বিপদে পড়েছে দল।
৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান তোলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মিরাজ ও শান্ত।
ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনারের গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এডজ হয় লিটনের। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৩ রান করেছেন লিটন।
পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটের ধরন ছিল আরো দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরে পরে লাফিয়ে উঠা বল টেনে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৩ চারে তামিম করেছেন ১৫ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন।