• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৭:৪১

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ১৬৬ তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২২ এর এই কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩৫০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

আরও পড়ুনঃ  রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ মানববন্ধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ একাডেমীর অধ্যক্ষ মীর রেজাউল আলম এ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাফিস সিদ্দিকীসহ একাডেমীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে তার বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক নারী দিবস ও নগরপ্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা

ছয় মাস মেয়াদী প্রশিক্ষণে ৩৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মাসুম মিয়া বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে মাসুম মিয়া, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ তপু ইসলাম, বেস্ট শ্যুটার শান্ত মিয়া নির্বাচিত হন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675