• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে হরতালের আগুনে পুড়লো প্রাইভেটকার

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৭:৪৬

রাজশাহীতে হরতালের আগুনে পুড়লো প্রাইভেটকার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোবাবর সকালে পোৗনে ১২টার দিকে রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এই ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।

স্থানীরা জানান, রাজশাহী মেট্রপলিটন পুলিশের সদস্য মো. রিপন ছুটিতে তার পরিবারে সদস্যদের নিয়ে এক আর্তীয়র বাড়িতে প্রাইভেট করে করে বেড়াতে যাচ্ছিলেন। রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এলাকায় পৌঁছালে সেখাতে তাদরে বাধা দেয় হরতাল সমর্থকরা।

আরও পড়ুনঃ  নাটোরে বৈষম্যবিরোধী কমিটি বাতিল না করলে রেলপথ অচলের হুঁশিয়ারি

এসময় তারা রিপনসহ অনান্যদের গাড়ি থেকে নামিয়ে পেটাতে থাকে। এরপর গাড়িতে আগুন দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। ততক্ষণে গাড়িটি পুরোপুরি পড়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংবদ সম্মেলন

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ আহত নেই। তবে গাড়িতে আগুনে দেওয়ার ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ মানববন্ধন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675