স্টাফ রিপোর্টার: সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। রোবাবার ভোর সাড়ে ৫টায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সল সজল বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকায় হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ভোরে তিনি মারা যান।’
তিনি জানান, সোমবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরীর হেতমখাঁ গোরস্তানে মরদেহ দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
অধ্যাপক জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএমম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।