স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শালেহ্ মোহাম্মদ হাসনাত। রোববার বিকেল তিনটার দিকে ইউএনওর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, পবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার।
এ সময় বক্তব্য রাখেন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, সাংবাদিক মঈন উদ্দিন, জিয়াউল কবির স্বপন, পবা উপজেলা প্রকৌশল কর্মকর্তা মকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম,
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মেসবাউল হক দিনার, সাংবাদিক জাহিদ হাসান পলাশ, আবু ইউসুফ, সবুজ, জিয়াসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন উপজেলার ১৬টি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও আবু শালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন করতে চাই। জনগণের সেবক হতে চাই। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নবাগত ইউএনও আবু শালেহ মোহাম্মদ হাসনাতকে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবু শালেহ মোহাম্মদ হাসনাত ইউএনও হিসেবে গত ১৪ সেপ্টেম্বর দায়িত্বি গ্রহণ করেন। তিনি ৩৫ বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকুরিতে যোগদান করেন। ইউএনও আবু শালেহ মোহাম্মদ হাসনাত এর বাড়ি নওগাঁ জেলায়। পবা উপজেলায় যোগদানের আগে আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।