স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ এর বাবা কোকিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (৩০ অক্টোবর)সকাল ১০ টায় নওহাটা সরকারি ড্রিগ্রী কলেজ মাঠে কোকিল উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
জানাজার নামাজ শেষে নওহাটা আলিয়া মাদ্রাসা কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।