• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১০:৪৬

রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ছাত্র আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই দুই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কৌশিক কুমার (১৮) এবং অভিজিৎ কুমার (১৮)। কৌশিক জেলার বাগমারার বাসুপাড়া এলাকার কার্তিক চন্দ্র কুমার এবং অভিজিৎ একই এলাকার অজিৎ কুমারের ছেলে।
আহত কৌশিক এবং অভিজিৎ জানান, রাত ২টার দিকে রেলস্টেশনের পাশে তাদের চারজন ছিনতাইকারী আটকিয়ে মানিব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে। এর ফলে তাদের হাত এবং পেটের ছুরির আঘাত লাগে। এছাড়া তাদের মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি জানার জান্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ কশিমনার জামিরুল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরওয়ার্দি হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু এই দুই পুলিশ কর্মকর্তা ফোন না ধরায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675