• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কোহলিদের দুর্বলতা দেখালেন আকরাম-মিসবাহ

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৯:৩০

কোহলিদের দুর্বলতা দেখালেন আকরাম-মিসবাহ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের অর্ধেকাংশ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত সেমিফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। দক্ষিণ আফ্রিকাও সেই দৌড়ে নিরাপদ অবস্থানে রয়েছে। বাকি দুই স্থানের জন্য লড়ছে কমপক্ষে পাঁচটি দল। দুর্দান্ত ছন্দে থাকা ভারত এখন পর্যন্ত ৬টি ম্যাচেই জিতেছে। তবুও তাদের একটি দুর্বলতার জায়গা চিহ্নিত করেছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হক।
তাদের মতে— উড়তে থাকা ভারত দলে দুর্বলতার নাম শ্রেয়াস আইয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা দারুণ ছন্দে থাকলেও তরুণ এই ব্যাটার এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। এছাড়া ভারতের ব্যাটসম্যানদের মতো বোলাররাও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে রোহিত শর্মার দলে বড় কোনো দুর্বলতা নেই বলেই অনেকে মনে করেন।
পাকিস্তানের টেলিভিশন ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে সাবেক পাক অধিনায়ক মিসবাহ বলেন, ‘ফিট হয়ে উঠলে হার্দিক ফিরবে। প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে লোকেশ রাহুলের ৫ নম্বরে ব্যাট করতে নামাটা তার জন্য একটু দেরিতে হয়ে যাচ্ছে। তার ৪ নম্বরে ব্যাট করা উচিত। হার্দিক ফিরলে সূর্যকুমার যাদব ৬ নম্বরে ও জাদেজা ৭ নম্বরে ব্যাট করবে। তাহলে তার (আইয়ার) একাদশে থাকাটা কঠিনই হবে।’

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান


দ্রুতগতির শর্ট বলে আইয়ারের দুর্বলতা রয়েছে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি তারকা, ‘সে (আইয়ার) রান করেছে। সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করেছে, যেটাকে অনেক উঁচুভাবেই দেখা হয়। কিন্তু সব মিলিয়ে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তার গড় ১৯ থেকে ২০-এর মধ্যে। শর্ট বলে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। আপনার দুর্বলতা যখন প্রকাশ পেয়ে যাবে, সব দলই সুবিধাটা কাজে লাগাবে।’

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

অন্যদিকে, আইয়ারের জায়গায় ইশান কিষাণ ভালো হতে পারে বলে উল্লেখ করেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, ‘তাকে পারফর্ম করতে হবে। কারণ, ঈশান কিষাণ বসে আছে এবং সে বাঁ-হাতি। এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলাটা মনে করুন। সে আর হার্দিক পান্ডিয়া একটা জুটি গড়েছে। সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে।’
টানা ৬ ম্যাচ জিতে সেমিফাইনালে পা দিয়ে রেখেছে রোহিতের দল। প্রথম ৫ ম্যাচ জিতেছে তারা রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি ভারত জিতেছে আগে ব্যাটিং করে। তা–ও আবার স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান তুলে। ব্যাটে রোহিত-কোহলিদের সঙ্গে তাল মিলিয়ে বল হাতে ঝড় তুলছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিরা।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

ভারতের হয়ে ৬টি ম্যাচই খেলেছেন আইয়ার। চার নম্বরে ব্যাটিং করে ৩৩.৫ গড়ে করেছেন ১৩৪ রান। ৬ ম্যাচে তার ছিল এ রকম—০, ২৫, ৫৩, ১৯, ৩৩ ও ৪।

সর্বশেষ সংবাদ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675