স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীতে র্যাবের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাসির উদ্দিন (৪০)। তিনি গোদাগাড়ীর বসন্তপুর গণিগ্রাম এলাকার নওশাদ আলীর ছেলে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গোদাগাড়ী থানার বসন্তপুর বাজার মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল বসন্তপুর বাজার মোড়ে পৌছালে দুইব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টাকালে নাসির উদ্দিনকে আটক করে র্যাব। তার কাছে তল্লাশী চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।