অনলাইন ডেস্ক: বিশ্বকাপের প্রথম দুই সপ্তাহ টেবিলের শীর্ষে থাকা দল নিউজিল্যান্ড এবার শঙ্কায় পড়েছে সেমিফাইনাল খেলা নিয়ে। টানা তিন ম্যাচ হেরে টেবিলের চারে নেমে গেছে কিউইরা। পাশাপাশি দলটা পরিণত হয়েছে একটি ছোটখাটো হাসপাতালে। কারণ, বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে যে পাঁচজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এমন অবস্থায় নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন দীর্ঘদেহী ফাস্ট বোলার কাইল জেমিসন।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে পড়তে থাকে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এদিকে ইনজুরি থাকা সত্ত্বেও দলে জায়গা পান সাউদি এবং উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসন ফিরলেও, সেই ম্যাচেই আবারো ইনজুরিতে পড়েন কিউই অধিনায়ক।
এরপর মার্ক চ্যাপম্যান ও লকি ফার্গুসনও ইনজুরির কারণে ছিটকে যান। যদিও পাকিস্তানের বিপক্ষে ফার্গুসনকে পাওয়ার সম্ভাবনা আছে দলের। তবে নিউজিল্যান্ড দল বড় ধাক্কাটা খায় বুধবার (১ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। প্রোটিয়াদের বিপক্ষে হ্যামস্টিং ইনজুরিতে পড়েন ম্যাট হেনরি। আর ডান কবজিতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার জিমি নিশাম। এমন অবস্থায় আগামী শনিবার (৪ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে তারা।
তবে স্বস্তির কথা হচ্ছে, দলের অভিজ্ঞ পেসার টিম সাউদির ফিরে আসা। কিন্তু তবুও পাকিস্তানের বিপক্ষে ১১ জনকে পাচ্ছে না দল। এমন অবস্থায় পেসার ম্যাট হেনরির বিকল্প হিসেবে কাইল জেমিসনকে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (৩ নভেম্বর) বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কথা বলেছি, কাইল আসছে। আমরা তাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। সে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে এবং শনিবার ম্যাচে বিবেচনার জন্য উন্মুক্ত থাকবে।’