• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৪ রানআউটে দুইশ’র আগেই অলআউট নেদারল্যান্ডস

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৬:০০

৪ রানআউটে দুইশ’র আগেই অলআউট নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক: উড়ন্ত শুরুর পরও কীভাবে ধসে পড়তে হয় তার নমুনা দেখিয়েছে নেদারল্যান্ডস। প্রথম পাওয়ার-প্লেতে ৬৬ রান তোলা দলটি এরপর একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে রানআউটে কাঁটা পড়ে। পুরো ইনিংসে ডাচদের চার ব্যাটার রানআউট হয়েছেন। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে কেবল ফিফটি পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। যার ওপর ভর করে আফগানিস্তানকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে স্কট এডওয়ার্ডসের দল।
লখনৌর ইকানা স্টেডিয়ামে আজ (শুক্রবার) বিশ্বকাপের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট নেওয়া ডাচরা মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে। এরপর ৭০ রানের জুটি পেলেও তারা মাঝপথে খেই হারায়। তাদের টপ অর্ডারের টানা চার ব্যাটারই ফিরেছেন রানআউটে। ফলে ডাচরা আর বড় সংগ্রহ গড়তে পারেনি। এঙ্গেলব্রেখ্ট সর্বোচ্চ ৫৮ এবং ম্যাক্স ও’ডাউড ৪২ রান করেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আফগানদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৬ ম্যাচের তিনটিতে জিতেছে হাশমতউল্লাহ শহিদীর দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি দল সেমিতে ওঠার সুযোগ রয়েছে। এই ম্যাচ জিতলে অনেকটাই এগিয়ে যাবে রশিদ-মুজিবরা। অন্যদিকে বিশ্বকাপের বড় অঘটনের জন্ম দেওয়া ডাচরাও দুই ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকার পর তারা হারিয়েছে বাংলাদেশকেও। যার মাধ্যমে নেদারল্যান্ডস চলতি বিশ্বকাপকে অবিস্মরণীয় করে তুলেছে।
আজ আগে ব্যাট করতে নামা ডাচদের প্রথমেই আমন্ত্রণ জানান স্পিনার মুজিব-উর-রহমান। প্রথম ওভারের পঞ্চম বলেই তিনি ওপেনার ওয়েসলি বারেসির উইকেট তুলে নেন। এর মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেট তুলে নেন মুজিব। এটি তার ৭২তম ওয়ানডে ম্যাচ। সাম্প্রতিক সময়ে মুজিব নতুন বলে নিজেকে বেশ কার্যকরী প্রমাণ করেছেন। আউটসুইং হওয়া বলে ২২ বছর বয়সী এই অফব্রেক স্পিনার বারেসিকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। বিক্রমজিৎ সিংয়ের বদলে ওপেন করতে নেমেই ব্যর্থ হলেন বারেসি। তিনি ফেরেন মাত্র ১ রানে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানোর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউরোপের দেশটি। ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যান মিলে গড়েন ৭০ রানের জুটি। ফিফটির পথে ছিলেন ম্যাক্স। কিন্তু ঝুঁকিপূর্ণ ২ রান নিতে গিয়ে ডিরেক্ট হিটে তার স্টাম্প ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। এর আগে ম্যাক্স ৪০ বলে ৯টি চারের বাউন্ডারিতে ৪২ রান করেন। ফলে ডাচদের সংগ্রহ নেওয়ার পথে ছেদ পড়ে। এরপর তারা আর বড় কোনো জুটি বাধতে পারেনি।

সর্বশেষ সংবাদ

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675