অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে খেলার যোগ্যত অর্জন করল ওমান ও নেপালসহ ১৮টি দল। বাকি দুই দল কোয়ালিফাই করবে আফ্রিকা অঞ্চল থেকে।
২০১৪ সালের পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল নেপাল। ওমান গত আসরে খেলেনি। এক আসর পর ফের বিশ্বকাপে ফিরেছে।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে নেপাল-ওমান। সেমিফাইনালে ওমান বাহরাইনকে হারিয়েছে ১০ উইকেটে। অন্যদিকে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৮ উইকেটে। ৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে নেপাল-ওমান।
সেমিফাইনালে বাহরাইনকে ১০৬ রানে থামিয়ে ১০ উইকেটের রাজসিক জয়ে ফাইনালের ওঠার পাশাপাশি আগামাী বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।