অনলাইন ডেস্ক: টানা হারের ধাক্কায় রীতিমত বিধ্বস্ত ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার।
সেই রাস্তা খুব একটা কঠিন না তাদের জন্য। এমন ফুরফুরে মেজাজে থেকেই আজ চিরপ্রতিন্দ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছে তারা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এই মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংলিশ। তবে সেবার আগে ব্যাট করেছিল। এবার পরে ব্যাট করে ভাগ্য বদলাতে পারবে কি না তা সময়ই বলে দেবে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।