• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঋত্বিক সম্মাননা পদক পেলেন চার চলচ্চিত্রকার

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৭:৫৮

ঋত্বিক সম্মাননা পদক পেলেন চার চলচ্চিত্রকার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক চলচ্চিত্র উৎসব। প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ১১তম এ উৎসবের আয়োজন করেছে।

শনিবার বিকেল সাড়ে চারটায় রাজশাহী নগরীর মিয়াপাড়ায় ঋত্বিকের পৈত্রিক ভিটায় (রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল) প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান, শামীম আখতার, ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব অমিতাভ ঘোষ ও চলচ্চিত্র নির্মাতা মধু জানার্দানকে ঋত্বিক সম্মাননা পদ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

অনষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রুহুল আমিন প্রামানিক। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আখতার রেণী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির উৎসব পরিচালক আহসান কবীর লিটন।

আরও পড়ুনঃ  বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

অনুষ্ঠানে ‘একাদশ ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব-২০২৩’ এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নাট্যকার আহসান কবীর লিটনের লেখা নৃত্যালেখ্য ‘অযান্ত্রিক’ পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদালোক-রাজশাহী। এছাড়া ঋত্বিক কুমার ঘটক পরিচালিত চলচ্চিত্র ‘দুর্বার গতি পদ্মা’ প্রদর্শিত হয়।

উৎসবের দ্বিতীয় দিন (০৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগরীর পদ্মার তীরবর্তী পাঠানপাড়ায় লালনশাহ মুক্তমঞ্চে অপারজিতা সংগীতার ‘ছাড়পত্র’, কামরুজামানের ‘সবুজ ক্রীতদাস’, এএইচ রাজীবের ‘পাওয়ার অব উইমেন’, সুপিন বর্মনের ‘মূল্যহীন মানুষ’, ফাহিম ইসলামের ‘প্রমদ’, কামরুল আহসান লেলিনের ‘ঘ্রাণ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২

উৎসবের তৃতীয় দিন (০৬ নভেম্বর) একই স্থানে একই সময়ে লায়েক আহমেদ পবনের ‘২এক্স২’, ফুয়াদুজামান ফুয়াদের ‘তবে কি পলায়নই মঙ্গল?’, ইফাত ওয়াসিমার ‘ক্লাস ফ্রেন্ড’, জীবন শাহাদতের ‘নেমপ্লেট’, নান্নু মাহমুদের ‘বাঁধ’, সীমান্ত সজলের ‘শিকল ভাঙ্গার গান’, গোলাম রাব্বানীর ‘মিরাক্যাল ইন হ্যাভেন’ ও লাবনী আশরাফির ‘পরবাসী’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675