• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুরান ঢাকায় ক্রিকেট উৎসব

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ১০:১৯

পুরান ঢাকায় ক্রিকেট উৎসব

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিশেষ অবদান আছে পুরান ঢাকার। এক সময় হকি, ক্রিকেট কিংবা ফুটবল জাতীয় দলে পুরান ঢাকার অনেক খেলোয়াড়ই দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে বাংলাদেশের হকি পুরনো ঢাকা কেন্দ্রিকই ছিল।

সেই পুরান ঢাকায় গতকাল বসেছিল সাবেক ক্রীড়া তারকাদের মিলনমেলা। এক সময়ের তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, জামাল হায়দার, কামরুল ইসলাম কিসমত, জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমসহ আরো অনেক ক্রীড়া ব্যক্তিত্ব একত্রিত হয়েছিলেন শারফুদ্দিন হাউজে। শোয়েব এ আদেল হকি ও সাংস্কৃতিক জোট আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

দৈনন্দিন ব্যস্ততা শেষে শুক্রবার রাতে আরমানিটোলাবাসীরা গতকাল রাতে ক্রিকেট উৎসবে মেতেছিল। শারফুদ্দিন হাউজের চার দিকে অসংখ্য ক্রীড়ামোদীরা খেলা উপভোগ করেছেন। শর্ট পিচ ক্রিকেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঢাকা বিভাগ জয়লাভ করেছে।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাভেদ ওমর বেলিম বলেন, ‘আমি পুরান ঢাকার সন্তান এটা আমার গর্ব। আমার খেলোয়াড়ি জীবন শুরু হকি দিয়ে এরপর ফুটবল তারপর ক্রিকেটার হয়েছি। জামাল ভাই, কিসমত ভাই, আসলাম ভাইদের ফুটবল, হকি খেলা দেখেই আমার বড় হওয়া। আমরা দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেললেও এখনো সেভাবে ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠেনি। এ রকম আয়োজন আমাদের সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে।’

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

মিনি নাইট ক্রিকেটের উদ্বোধন করেছিলেন ওয়ানডেতে বাংলাদেশের অভিষেক সেঞ্চুরিয়ান পুরান ঢাকা আরেক কৃতি সন্তান মেহরাব হোসেন অপি। সঙ্গে ছিলেন পুরান ঢাকার আরো অনেক তারকা ক্রীড়াবিদ। শারফুদ্দিন হাউজে ক্রিকেটের মতো মিনি নাইট হকিও হয়। এসব আয়োজন করেন সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675