• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় অবরোধে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৪:১৪

বগুড়ায় অবরোধে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি : যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ আর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে বগুড়ায় চলছে অবরোধ কর্মসূচি। বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববার বগুড়ার বিভিন্ন মহাসড়কে এই চিত্র দেখা গেছে।

অবরোধ কর্মসূচির প্রথম দফায় বগুড়ায় ব্যাপক যানবাহন ভাঙচুর এবং চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ কঠোর অবস্থান নেয়।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার সকাল ৭টার দিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহরতলির তেলীপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। সকাল সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপারের সময় বহরের পেছনে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বংশালে ফাষ্টফুডের দোকানে নারীসহ দগ্ধ ছয়

সকাল ১০টার দিকে তেলীপুকুর এলাকায় আবারও অবরোধকারীরা অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় কিছু যানবাহন চলাচলের সময় অবরোধকারীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুনঃ  ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে জামায়াতের শুভেচ্ছা

মহাসড়কে যানবাহন একেবারই কম চলাচল করছে। রাতে আটকে পড়া কিছু পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার করে দেওয়ার সময় ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায়  ইভটিজিংকে কেন্দ্র করে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

অন্যদিকে শহরতলির মাটিডালি ও বনানী মোড়ে অবরোধবিরোধী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

তবে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম।

সার্বিক বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675