স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ প্রত্যাখ্যান করে রাজশাহীর যেসব চালক গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। সোমবার নগরীর কোর্ট স্টেশন মোড়ে অবরোধবিরোধী প্রতিবাদী অবস্থানের সময় সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও সহযোগিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ অন্যান্য নেতারা। এ দিন নগরীর আরও বিভিন্ন স্থানে অবরোধবিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। দুপুরে নগর আওয়ামী লীগের ব্যানারে অবরোধবিরোধী শান্তি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।