স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি চাইনিজ কুড়াল ও পাঁচটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অস্ত্র কারবারির নাম নাহিন সুলতান সুপ্ত (২৩)। রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া মহল্লায় তার বাড়ি।
রোববার দিবাগত রাতে নাহিনের বাড়িতেই এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সোমবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, নাহিন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।