স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে দ্বোতালা ভবনের কার্নিস থেকে এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার সাড়ে ৭টার দিকে নগরীর উমরপুর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ডা. শীষ মহাম্মদ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওহাটা স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শাহমখদুম থানাধীন ডা. শীষ মহাম্মদ সরকারের দ্বোতালা ভবনের বাইরের দেওয়াল বেয়ে দ্বোতাল ভবনের কার্নিশে উঠে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ৪০ মিনিট চেষ্টা করে উদ্ধার করে।