• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈশ্বরদীতে ৩০ মিনিটের আগুনে সব পুড়ে নিঃস্ব দিনমজুর

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৭:০৯

ঈশ্বরদীতে ৩০ মিনিটের আগুনে সব পুড়ে নিঃস্ব দিনমজুর

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনার ঈশ্বরদীতে মাত্র ৩০ মিনিটের আগুনে পুড়ে হাসান শেখ নামের এক দিনমজুর সর্বস্বান্ত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সাহাপুর জিগাতলা পশ্চিমপাড়া এলাকার মাদ্রাসার পাশে দিনমজুর হাসান শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে তার বসত ঘরে আগুন লেগে ঘরসহ ঘরে থাকা টিভি, ফ্রিজ, আলমারি, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি: লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা

আগুনে নিঃস্ব হাসান শেখ ওই এলাকার বাদশা শেখের ছেলে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন লেগেছে খবর পেয়ে দৌড়ে বাড়ি গিয়ে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা পুরো ঘরময় ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সানোয়ার হোসেন বলেন, তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও রক্ষা করতে পারেনি ঘরের কিছুই। টিনসেড ঘরসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে গ্রিনসিটি ফায়ার সার্ভিস দল এসে আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত হাসান শেখ জানান, সব কিছু হিসেব করলে ৯ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপপুর গ্রীনসিটি মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু তার আগেই সবকিছু পুড়ে গিয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয় ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকার উপরে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675