অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে বিরল এক আউট দেখেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। যেখানে কোনো বল না খেলেই সময় নষ্ট করার দায়ে ‘টাইমড আউট’ হয়েছেন লঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। নানা দিক থেকে এর বিভিন্ন ব্যাখ্যা আসছে। এবার বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকা আদ্রিয়ান হোল্ডস্টক।
ম্যাথিউসের ‘টাইমড আউট’ হওয়া নিয়ে দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার অফিশিয়াল সম্প্রচারক চ্যানেলে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে কথা বলেছেন। যেখানে বেশ কিছুক্ষণ আগেই ম্যাথিউস নির্ধারিত সময় পার করেছেন বলে দাবি করেন হোল্ডস্টক।
আগে থেকেই টাইম আউটের নিয়মটি থাকলেও ছোট জটিলতা দেখা দেয় বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশনের সঙ্গে। ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে ‘টাইমড আউট’ অংশে ৪০.১.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। টাইমড আউট।’
The word from the officials in Delhi. #BBCCricket #CWC23 #BANvSL pic.twitter.com/Pi1Ebc8gKg
— Test Match Special (@bbctms) November 6, 2023
অন্যদিকে, বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা আছে, তিন মিনিট নয়, ব্যাটসম্যানকে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে দুই মিনিটের মধ্যে। হেলমেট বদলাতে গিয়ে ম্যাথুস সেই সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারেননি। ফলে বাংলাদেশের আপিল ও ক্রিকেটের আইন মেনে ম্যাথুসকে ‘টাইমড আউট’ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আম্পায়ারদের।
দুটি বিষয়ের বিস্তারিত বর্ণনা দিয়ে আদ্রিয়ান হোল্ডস্টক বলেন, ‘(এমন টুর্নামেন্টে) এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’
কিন্তু দুই মিনিট শেষ হওয়ার আরও পরে বাংলাদেশ আম্পায়ারের কাছে আবেদন করে বলে জানান হোল্ডস্টক, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। (ম্যাথিউসের) এই ঘটনায় (হেলমেটের) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’
ম্যাথিউস ঠিক কোন জায়গায় ভুলটা করেছেন— সেটিও ব্যাখ্যা করেন চতুর্থ আম্পায়ার, ‘ব্যাটসম্যান হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে, সেটা শুধু গার্ড (ক্রিজে দাঁড়ানো) নেওয়া নয়। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’