ঢাকাTuesday , 7 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ান জাদরান

Asha Mony
November 7, 2023 8:23 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: চেতনা আর প্রেরণায় শচীন টেন্ডুলকারকে রেখে ক্রিকেটে হাতেখাড়ি। শুধু চেতনায় নয়, এবার তা ব্যাটে নিয়ে এসে দেখালেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। বিশ্বকাপের আসরে নিজে দেশের হয়ে প্রথম সেঞ্চুরির মালিক তিনি। ঢুকে গেলেন রেকর্ডের খাতায়।

শুধু কি তাই, তার সেঞ্চুরিতে ভর করেই, বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানও পেলো সর্বোচ্চ দলীয় স্কোর। মঙ্গলবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৫০ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২৯১ রান তুলেছে আফগানিস্তানের ছেলেরা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে শতরান পেয়েছে জাদরান।

ইনিংস শেষে ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত। তাতে রয়েছে ৩টি ছয়, ৮টি চার। ১৩১ বলে একশ’য় পৌঁছে যান আফগান ওপেনার। ইনিংসে ছিল ৭টি চার। ওপেনিংয়ে নেমে শিট অ্যাঙ্কারের ভূমিকা পালন করেন জাদরান। খেলেন পরিণত ইনিংস । উইকেট পড়তে থাকলেও একটা দিক আঁকড়ে রাখেন জাদরান।

গোটা ইনিংসে বড় শট খেলার চেষ্টা করেননি। শতরানের পর হাত খোলেন। এর আগে আফগানিস্তানের কোনও ক্রিকেটারের বিশ্বকাপে সেঞ্চুরির নজির ছিল না। ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক। তাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ভালই করে আফগানিরা।

৩৮ রানে প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে ৮৩ রান যোগ করেন দুই ব্যাটার জাদরান ও রহমত শাহ। হাসমাতুল্লাহ শাহিদি শুরুটা ভাল করলেও, খুব বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ২৬ রান করে আউট হন আফগানিস্তানের অধিনায়ক। তবে দলকে বড় স্কোর এনে দেন জাদরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।