• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কালো জাদু করে জিতছে ভারত, দাবি পাকিস্তানি অভিনেত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ১০:২৭

কালো জাদু করে জিতছে ভারত, দাবি পাকিস্তানি অভিনেত্রীর

অনলাইন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত অবস্থানে রয়েছে ভারত। রোহিত শর্মার দলকে গ্রুপ পর্বের ৮ ম্যাচে হারাতে পারেনি কেউ। ফলে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে কোহলিরা।
ভারতের টানা জয় নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানি অভিনেত্রী-টিকটকার হারিম শাহ। তার মন্তব্য, কালো জাদু করে জয় লাভ করেছে ভারত। সম্প্রতি পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে একটি অনুষ্ঠানে এমনটা বলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’, নিয়ম ভেঙেছেন অস্ট্রেলিয়ায়!

ভারতের জয় নিয়ে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, ‘ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি।’
সঞ্চালক আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এসবে বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, ‘হ্যাঁ, একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’
আহমেদ আলী এ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখে তখনই ওদের নজর লাগে।’

আরও পড়ুনঃ  ঈদ শুভেচ্ছা বাবর আজমের, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

পাকিস্তানি অভিনেত্রীর এমন বক্তব্য নিয়ে ভারতীয়রাও কটাক্ষে মেতেছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও অনেকে মন্তব্য করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675