• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৯:৫৩

বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব

অনলাইন ডেস্ক: সাবেক ফিফা ও এএফসি’র এলিট প্যানেলের রেফারি তৈয়ব হাসান বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। ইব্রাহিম নেছারের আকস্মিক মৃত্যুতে তৈয়ব হাসান ডেপুটি চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হয়েছেন।

২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তৈয়ব। এশিয়ায় ক্লাব ও জাতীয় দল উভয় পর্যায়ে শীর্ষ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রেফারি হিসেবে অবসর নেয়ার পর রেফারিং নিয়ে কাজ করছেন। ২০১৭ সাল থেকে বাফুফের রেফারিজ কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ কমিশনার বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোতে রেফারি এসেসরের ভুমিকা পালন করেন।

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

তৈয়ব হাসান পেশায় শিক্ষক। নিজ জেলা সাতক্ষীরাতেই তাঁর বেশি সময় থাকতে হয়। ডেপুটি চেয়ারম্যানকে রেফারিদের নানা বিষয় দেখভাল করতে হয়। তাই ঢাকার নিকটবর্তী স্থানে থাকা সাবেক ফিফা সহকারী রেফারি সুজিত ব্যানার্জি চন্দন ও রেফারিজ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সালেক শুভ’র নাম ছিল। ফেডারেশনের নীতি নির্ধারকরা অবশ্য ডেপুটি চেয়ারম্যান পদে সর্বাধিক যোগ্য ব্যক্তিকেই বেছে নিয়েছেন।
রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনোনীত হয়ে তৈয়ব হাসান বলেন, ‘ রেফারিং নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি এখন দায়িত্বের পরিধি বাড়ল। চেষ্টা করব রেফারি উন্নয়নে আরো ভুমিকা রাখার। রেফারিংয়ের নিত্য নৈমিত্তিক কাজ রেফারিজ বিভাগ করে। কমিটির কাজ অনেকটা নীতি নির্ধারণী। সভা ও প্রয়োজনীয় সময় ঢাকায় উপস্থিত থাকব। ‘

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। অনেক দেশে সাবেক ফিফা রেফারিই রেফারিজ কমিটির প্রধান হন। বাফুফে অবশ্য নির্বাহী কমিটি থেকেই চেয়ারম্যান মনোনীত হয়।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675