• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নারী ভক্তদের পরামর্শে জায়েদের পোশাকে পরিবর্তন!

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:৩১

নারী ভক্তদের পরামর্শে জায়েদের পোশাকে পরিবর্তন!

অনলাইন ডেস্ক: রঙ বেরঙের পোশাক ছেড়ে জায়েদ কেন এখন ‘ব্ল্যাক ড্রেস’ পরছেন? জানালেন রহস্য
রঙ-বেরঙের পোশাকে দেখা যেত জায়েদ খানকে। তার পরা সেইসব পোশাক নিয়ে অনেকেই হাসাহাসি করতেন। কেউ আবার পছন্দও করতেন। ইদানিং জায়েদকে ‘ব্ল্যাক ড্রেস’-এ বেশি দেখা যায়। যেখানে যাচ্ছেন তিনি ব্ল্যাক শার্ট, স্যুট পরছেন। জায়েদ জানান, তিনি যাচাই বাছাই করেই ব্ল্যাক পরছেন!
জায়েদের ভাষ্য, তার অগণিত নারী ভক্ত। সেইসব নারী ভক্তরা তাকে ম্যাসেঞ্জারে ব্ল্যাক ড্রেস পরতে বলেছেন। এ কারণে তিনি ব্ল্যাক পোশাক পরছেন।

আরও পড়ুনঃ  যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা!

চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান বলেন, একটি ফ্যাশন হাউজের কাছ থেকে পোশাকগুলো পাই। আমার জন্য স্পেশালভাবে সেগুলো ডিজাইন করা হয়। আমার জন্য পোশাকগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেগুলো একেবারে নতুন, কেউ আগে কখনও এই ডিজাইনের পোশাক পরেনি। এই ড্রেসগুলো বেশি বিক্রি হচ্ছে। আমি যে পোশাকগুলো পরছি এগুলো ওই ফ্যাশন হাউজের কালেকশনে যা ছিল সবগুলো ক্রেতারা কিনে ফেলেছেন।

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

তিনি বলেন, পোশাক নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের মতামত নেই। কারণ আমার প্রচুর নারী ফ্যান আছে। যে নায়কের যত বেশি নারী ফ্যান সে ততই আলোচিত। আবার যে নায়িকার ছেলে ফ্যান বেশি তারাও একইভাবে আলোচিত। সবার মতামত নিয়েছি, সব নারী ভক্তরা আমাকে ব্ল্যাক পরতে বলে। ব্ল্যাক ড্রেস পরলে নারীদের বেশি চুমু পাই। এটা আমারও ভালো লাগে। তাই নারী ভক্তদের মতামতকে গুরুত্ব দিয়ে ব্ল্যাক ড্রেস পরছি।

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

মঙ্গলবার রাতে ‘দারাজ ইলেভেন ইলেভেন’ শোতে এসেছিলেন জায়েদ খান। সেখানেও তিনি ব্ল্যাক ব্লেজার পরে এসেছিলেন। তখনই জায়েদ খান জানান, ইদানিং তার ব্ল্যাক পোশাক পরার রহস্য।

পরে জায়েদ খান জানান, দেড় ঘণ্টাব্যাপী ওই শোটি তিনি উপভোগ করেন। যেখানে হাজার হাজার অনুসারী তাকে নিয়ে মন্তব্য করেন। জায়েদ খান জানান, শোটি থেকে ব্যাপক সাড়া পান। মানুষ তাকে নিয়ে এত আলোচনা করেন সেই প্রমাণ আবার পেলেন।

সর্বশেষ সংবাদ

এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675