• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বৃষ্টিতে সেমির স্বপ্ন ভেসে যাবে নিউজিল্যান্ডের?

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১১:১৬

বৃষ্টিতে সেমির স্বপ্ন ভেসে যাবে নিউজিল্যান্ডের?

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে তিন দল। বাকি এক আসনের দৌড়ে আছে আরও তিন দল। এর মধ্যেই বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্ভাবাস।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই অবস্থানে আছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, গতকাল নাটকীয় ম্যাচে আফগানদের হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগেই নির্ধারিত সূচি অনুযায়ী দুই ও তিনে থাকা অজি ও প্রোটিয়া শিবির মুখোমুখি হবে সেমিতে। শীর্ষে থাকা ভারত মোকাবিলা করবে চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখা দলের।
সেমিফাইনালের শেষ সিটের রেসে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তিন দলেরই ৮ ম্যাচে ৮ করে পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড চারে, পাঁচে পাকিস্তান এবং আফগানিস্তান আছে ছয় নম্বরে। এমন সমীকরণ মাথায় রেখেই বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে নিউজিল্যান্ড। বাঁচা-মরার ম্যাচটিতে কিউইদের স্বপ্নভঙ্গ হতে পারে বেরসিক বৃষ্টিতে।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

আগামীকাল বেঙ্গালুরুতে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে বেলা আড়াইটায়। স্থানীয় আবহাওয়ার পূর্ভাবাস বলছে, এদিন সন্ধ্যা থেকেই বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে কালকের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হলে কপাল পুড়তে পারে নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে সেমির রাস্তা আরও পরিস্কার হবে পাকিস্তানের। তবে সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে বাবর আজমদের।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

এর আগে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির কারণে পুরো ম্যাচ হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান। তাহলে এবারও কি স্বপ্নভঙ্গ হবে কেন উইলিয়ামসনের।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675