বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলের মধ্যেই মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের দিঘলকান্দী নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভাঙ্গারী মালামাল নিয়ে একটি ট্রাক রংপুরের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি দিঘলকান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা ৫-৬ জন দুর্বৃত্ত ট্রাকে এলোতাথারি ঢিল ছুড়তে থাকে। একপর্যায় ট্রাক থামিয়ে চালক-হেলপার নেমে পালিয়ে যায়। এ সময় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে ট্রাকটি পুরো অংশ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।