• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুনেতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৮:২৬

পুনেতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

অনলাইন ডেস্ক: গত ৭ নভেম্বর বিশ্বকাপ খেলতে গিয়ে দ্বিতীয় দফায় দেশে ফিরেছিলেন লিটন দাস। আসরের মাঝপথে দল ছেড়ে তার দেশে আসা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো জরুরী কাজ শেষেই আবার ভারতে ফিরে গেছেন লিটন।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা থেকে মুম্বাইতে পৌঁছান লিতটন। এরপর সেখান থেকে গেছেন পুনেতে। কারণ বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা

এর আগে ১ নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন লিটন। প্রথম দফায় মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার।
বিশ্বকাপের মাঝেই এভাবে দেশে ফেরায় লিটনের ওপর কিছুটা ক্ষুব্ধ বিসিবি। দলের সঙ্গে থাকা বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছিলেন লিটন। তার আগে বিসিবির এই পরিচালক দেশে যোগাযোগ করেন, এরপর নিশ্চিত হয়েই টাইগার ব্যাটারকে ছুটি দেন।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

তবুও লিটন দ্বিতীয়বার দেশে ফিরতে ছুটি চাইলে বিসিবি থেকে কিছুটা আপত্তি তোলা হয়, না করে দেওয়া হয় প্রথমে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নিয়ে তাকে ছুটি দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675