স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক যুবককে কোপানোর মামলায় মো. বেল্লাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল রাজশাহী মহানগরীর আলীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে বেল্লালকে গ্রেপ্তার করে।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, বেল্লাল একজন সন্ত্রাসী। পূর্ব শত্রুতার জেরে গত ১১ অক্টোবর রবিউল ইসলাম ওরফে রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে বেল্লাল।
এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় দায়ের করা মামলায় বেল্লাল প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।